নাছির উদ্দিন : মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশেল চলমান বিশেষ অভিযানে ৩৭ পিছ ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৫ জুলাই দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পুলিশ এসময় তাদের দেহ তল্লাশী করতে চাইলে মাদক ব্যবসায়ীরা নিজ নিজ হাতে তাদের সাথে থাকা ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। আটক ব্যক্তি উপজেলার চিকনেসার গ্রামের মৃত ইয়াজদ্দিনএর পুত্র আওলাদ হোসেন (৩২), কাকালদী (পাওয়ার হাউজ) গ্রামের আঃ রব শিকদার এর পুত্র মোঃ বাপ্পি শিকদার (১৮), রসুলপুর (সতুরচর) গ্রামের আবুল হোসেন তালুকদার এর পুত্র মোঃ ইমরুল হাসান @ তুহিন (৩০), উত্তর বাসাইল গ্রামের মৃত মজিবর খান এর পুত্র মোঃ আরিফ খান (২৪) এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার চর ডুমরিয়া গ্রামের রমজান শেখ এর পুত্র মোঃ শাওন শেখ (২২)।
পুলিশ জানায়, আওলাদ হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে এলাকার যুব সমাজের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে যুব সমাজকে ধ্বংশের দিকে নিয়ে যাচ্ছে।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের চলমান বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক বিক্রয় করার সময় হাতে নাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সর্ব মোট ৩৭ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়নন্ত্রণ আইনের মামলা দায়ের করে কোর্টে প্রেরন করা হয়েছে।
Leave a Reply