গজারিয়ায় স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শহিদুল ইসলাম শান্ত হত্যার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

সোমবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি মো. রেফায়েতউল্লাহ খানসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র শহিদুল ইসলাম গত শনিবার বিদ্যালয়ে গণিত পরীক্ষা শেষে কলেজ সড়কে দিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন বখাটের আক্রমণের শিকার হয়।

এরপর শান্তর পরিবার তাকে খুঁজে না পেয়ে পরদিন রোববার গজারিয়া থানায় সাধারণ ডায়েরি নং২২৮ রুজু করে। রোববার বিকালে ভবেরচর বাজার মহল্লাহ ঠাকুর বাড়ির মজাপুকুরে শান্তর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে শান্তর মরদেহ উদ্ধার করে।

গজারিয়া থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, পুলিশের প্রাথমিক ধারনা শহিদুল ইসলাম শান্ত হত্যার শিকার হয়েছে। সুরতহাল প্রতিবেদনে শান্তর শরীরে ও ঘাড়ের পাশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

অবসারভার

Leave a Reply