সিরাজদিখানে ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ করলেন ওসি আবুল কালাম

নাছির উদ্দিন : মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম তার সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন বাড়ী বাড়ী গিয়ে ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ করেছেন। গতকাল রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণ করা হয়। তিনি ভাড়াটিয়া সংক্রান্তে বিভিন্ন সতর্কতা মূলক দিক নির্দেশনা দেন বাড়ীর মালিক এবং ভাড়াটিয়াদের। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, দৈনিক ভোরের পাতা সিরাজদিখান প্রতিনিধি মোঃ মোস্তফা, দৈনিক গণতদন্ত পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি ও ক্রাইমভিশন২৪.কমের সাব এডিটর মোঃ রোমান হাওলাদার, দৈনিক ভোরের ডাক পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি জাবেদুর রহমান যোবায়ের, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রাসেল শেখসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বাড়ীর মালিক ও ভাড়াটিয়া।

ওসি মোঃ আবুল কালাম বাড়ীর মালিক এবং ভাড়াটিয়াদের উদ্দেশ্যে বলেন, ভাড়াটিয়া তথ্য ফরম পূরন করে থানায় এক কপি জমা দিবেন এবং বাড়ীর মালিকের কাছে এক কপি জমা রাখবেন। থানায় যে এক কপি জমা দেওয়া হবে সে তথ্যটি ভাড়াটিয়ার নিজ থানা থেকে তথ্য নিলে দেখা যাবে আসলে সে ভাল লোক নাকি অপরাধী। যদি কোন তথ্য পাওয়া যায় কোন ভাড়াটিয়া অপরাধের সাথে জড়িত আছে তবে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে তাকে আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, অপরাধীরা নিজ থানায় অপরাধ করে অন্যথায় গিয়ে বাড়ী ভাড়া করে লুকিয়ে থাকে। এরকম অসংখ্যা তথ্য রয়েছে এবং জঙ্গীরাও এপন্থায় আতœগোপন করে থাকে। বাড়ীর মালিকরা যদি আমাদেকে ভাড়াটিয়াদের সঠিক তথ্য দেয় তাহলে জঙ্গী, সন্ত্রাসী,অপরাধীদের খুজে পেতে সহ হবে এবং সমাজে অপরাধ কমে আসবে।

Leave a Reply