গজারিয়া উপজেলার মেঘনা তীরবর্তী দৌলতপুরে ফসলি জমিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় উত্তেজিত গ্রামবাসী বালুদস্যুদের ধাওয়া দিয়েছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নয়ানগর, চরকালীপুরা এবং দৌলতপুর গ্রামের ৫ শতাধিক জনতা ট্রলারযোগে বালুদস্যুদের ধাওয়া করে। এ সময় ধাওয়া খেয়ে বালুদস্যুরা পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, নয়ানগর লঞ্চঘাট হতে চরকালিপুরার মাঝ নদীতে ইজারা নিয়েছে বালু মহলের লোকজন। কিন্তু তারা ইজারাকৃত সীমানা অতিক্রম করে দৌলতপুর এলাকার নদী তীরবর্তী ফসলি জমির বালু কেটে নিয়ে যায়। এতে করে ফসলি জমি, বসতবাড়ি এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ে। গ্রামবাসীর বাধা অমান্য করে প্রতিদিনের মতো সোমবারও বালু কাটছিল বালুদস্যুরা।
পরে বিভিন্ন গ্রামের জমির মালিকরা ট্রলারযোগে বালু কাটার সঙ্গে জড়িতদের ধাওয়া করে এলাকা ছাড়া করে। নদীর তীরে বালু কাটার বিষয়টি অস্বীকার করে বালু মহাল ইজারা পক্ষের আফছার উদ্দিন ভুঁইয়া জানান, আমরা আমাদের ইজারাকৃত জায়গায় বালু উত্তোলন করি।
জনকন্ঠ
Leave a Reply