গজারিয়ায় স্কুলছাত্র হত্যা মামলায় একজন গ্রেপ্তার

ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শহিদুল ইসলাম শান্ত হত্যা মামলার আসামি তানভীর হোসেনকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ গজারিয়া থানার পুলিশ।

তানভীর উপজেলার চরপাথালালিয়া গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মচারী আবুল খায়ের মিয়ার ছেলে।

গজারিয়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা শ্যামল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, গজারিয়া উপজেলার কলিমউল্লাহ কলেজ সড়কের ভাড়াটিয়া মিলন মিয়ার পুত্র গত শনিবার তার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গণিত পরীক্ষা শেষে বাড়ি আসার পথে হামলার শিকার ও নিখোঁজ হয়। পরদিন রবিবার পুলিশ ভবেরচর বাজার এলাকার একটি পুকুর থেকে শান্তর মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে হত্যার শিকার শান্তর বাবা ১১ জনের নামোল্লেখ ও অজ্ঞাত আট থেকে নয়জনকে আসামি করে মামলা করেন।

এসআই শ্যামল কুমার জানান, অপর আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

ঢাকাটাইমস

Leave a Reply