আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবির সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর আশ্রয়ন প্রকল্পে উঠোন বৈঠক ও চর গোলগলিয়ায় পথা সভায় অংশ নিয়েছেন। এসময় তিনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দাবী করেন।
পথসভা ও উঠোন বৈঠকে এসময় তার সাথে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আঃ লতিফ হাজী, রাঢ়ীখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, সিরাজদিখান উপজেলা যুবলীগের আহবায়ক মাঈনুল হাসান নাহিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমরান হোসেন তপু, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির শেখ, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ, শ্রমিক লীগ নেতা ইউনুছ আলী মৃধা, সোনা মিয়া প্রমুখ।
Leave a Reply