পদ্মায় ফেরির ধাক্কায় স্পিডবোট উল্টে ইউপি সদস্য নিহত

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের মাঝ পদ্মা নদীতে ফেরির সঙ্গে ধাক্কায় স্পিডবোট উল্টে সুফিয়া খাতুন (৬০) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।

রোববার সকাল সোয়া ৯টার দিকে শিমুলিয়া স্পিডবোটঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া খাতুন শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আরমান হোসেন জানান, একটি স্পিডবোট ২৪ যাত্রী নিয়ে শিমুলিয়াঘাট থেকে কাঁঠালবাড়িঘাটে যাচ্ছিল। কিছুদূর গেলে স্পিডবোটটি ফেরি বেলজিয়ামের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সুফিয়া। এ সময় আহত হন আরও আট যাত্রী।

তিনি আরও জানান, এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজ চালাচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাট উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, স্পিডবোটটি বেলজিয়াম নামে একটি ফেরিকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় ফেরির যাত্রীরা স্পিডবোটের যাত্রীদের উদ্ধার করেন।

যুগান্তর

Leave a Reply