আন্তঃজেলা বৈদ্যুতিক চোরাই তার চক্রের হোতা বিএনপি নেতা শ্রীনগরের কায়েস গ্রেপ্তার

আরিফ হোসেনঃ আন্তঃজেলা বৈদ্যুতিক চোরাই তার চক্রের হোতা কায়েসকে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তাকে ঢাকার রজনী বোস লেন থেকে গ্রেপ্তার করা হয়। কায়েস শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

শ্রীনগর থানার এসআই মোদাচ্ছেরের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোলাম মাওলা কায়েস (৫০) কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার ও বিভিন্ন সরঞ্জাম চুরির ৬ টি মামলা রয়েছে। এর মধ্যে ৪টির ওয়ারেন্ট রয়েছে। কায়েস এর আগে র‌্যাব ও পুলিশের হাতে বেশ কয়েকবার আটক হয়েছে। সে রজনী বোস লেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক। তামা-কাসা ও এ্যলমুনিয়ামের ব্যবসার আড়ালে সে দীর্ঘদিন ধরে চোরাই তার ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করে আসছে। কায়েস শ্রীনগর উপজেলার কোলাপাড়া গ্রামের আঃ খালেকের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় অবৈধ ড্রেজার ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

Leave a Reply