মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ কুরমিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন দফতরির মাধ্যমে চলছে পাঠদান কর্মসূচি। জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি হত্যা মামলায় জেল খেটে সাময়িক বরখাস্ত হয়েছেন। পরে তিনি জেল থেকে বের হয়ে কর্মস্থলে যোগদান করতে পারেননি। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক জহিরুল ইসলাম। এছাড়া এ বিদ্যালয়ে সেলিনা আক্তার নামে আরেকজন সহকারী শিক্ষক রয়েছেন, যিনি এখন পিটিআইয়ে ট্রেনিংয়ে রয়েছেন। বর্তমানে বিদ্যালয়টি শিক্ষকশূন্য। রোববার সরেজমিন দেখা যায়, তিন-চারজন শিক্ষার্থী স্কুলে এসেছে। একটি কক্ষে তাদের বসে থাকতে দেখা যায়। অন্য দুটি শ্রেণিকক্ষ তালাবদ্ধ রয়েছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি রয়েছে এবং জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা রয়েছেন তত্ত্বাবধানে। স্কুলটিতে নতুন ভবনও নির্মাণ করা হয়েছে। ভবন আছে, কক্ষ আছে, সবকিছু আছে শুধু শিক্ষার্থী নেই আর শিক্ষক নেই। যারা ছিলেন কেউ জেলে, কেউ প্রশিক্ষণে। চারজন শিক্ষার্থীর জন্য সাদ্দাম হোসেন রুবেল নামে একজন দফতরি রয়েছেন। সেই দফতরিই এখন বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি সিরাজ শিকদার বলেন, ‘আমি স্কুলের শিক্ষক আনার জন্য বহুবার জেলা শিক্ষা অফিসে গিয়েছি। কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি জেলা শিক্ষা অফিস। একজন শিক্ষক ছিলেন। তাকে ট্রেনিংয়ে যেতে বারণ করেছিলাম কিন্তু আমার কথা কেউ শোনেনি।’ তিনি আশা করছেন স্কুলটিতে দ্রুত শিক্ষক পদায়ন করা হবে এবং শিক্ষার্থীদের পাঠদানে সক্রিয় ভূমিকা রাখবে জেলা শিক্ষা অফিস।
এ প্রসঙ্গে টঙ্গীবাড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা বেগম জানান, শিগগিরই বিদ্যালয়টি পরিদর্শনে যাবেন। কারণ শিক্ষক ছাড়া স্কুলে বর্তমানে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া স্কুলের প্রধান শিক্ষক কেন জেলে রয়েছেন এবং স্কুলে কেন তালা ঝুলে আছে সে ব্যাপারে তিনি তা জানাতে অপারগতা প্রকাশ করেছেন। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী বলেন, প্রধান শিক্ষক কী মামলায় জেলে আছেন তা আমি জানি না এবং একটি সরকারি স্কুল তালাবন্ধ থাকতে পারে না। আমি এর দ্রুত সমাধানের জন্য টঙ্গীবাড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। আশা করি, পিয়ন দিয়ে বেশি দিন স্কুল কার্যক্রম চালানো হবে না।
শেয়ার বিজ
Leave a Reply