টঙ্গীবাড়ীতে পরকীয়ার জের ধরে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার কতিপয় গ্রাম্য মাতবরের কুপ্রচারণায় হয়রানি করার জন্য এ অভিযোগ দায়ের করা হয়েছে বলে অভিযুক্ত জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার দশত্তর গ্রামের সৌদি প্রবাসী মজিদ দেওয়ানের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী ব্যবসায়ী শহিদের পরকীয়া সম্পর্ক চলে আসছিল।
এরমধ্যে প্রায় দুই মাস আগে গভীর রাতে শহিদ ওই নারীকে ধর্ষণ করে- এমন খবর পেয়ে তার স্বামী মজিদ দেওয়ান সৌদি আরব থেকে দেশে চলে আসেন। পরে মজিদ বিষয়টি স্থানীয় গ্রাম্য কতিপয় মাতবরকে জানালে গ্রাম মাতবররা মীমাংসার চেষ্টা করলে শহিদ আত্মগোপনে চলে যান। পরে শহিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করতে বলে মাতবররা। এ ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্ত ভিক্টিমের স্বামী মজিদ দেওয়ান এবং শহিদ বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন।
কথিত ধর্ষিতা জানান, আমি প্রায় ২ মাস আগে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে শহিদ সেই সুযোগে আমার ঘরে ঢুকে পড়ে। পরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ধর্ষণ করে।
যুগান্তর
Leave a Reply