জসীম উদ্দীন দেওয়ান এর গীতি কবিতা -ঃ অন্তরীক্ষে শ্রাবনের ছোঁয়া

শ্রাবনের বর্ষণে, কে হে রয়ে মোর মনে।
কোন বনেতে তাঁরে খোঁজে পাই?
সে কি শোনে নাকো মোর আওয়াজ,
স্বজোরেতে তার লাগিয়া গাই।
একি হৃদয়কারা ঝিরি ঝিরি,
আকাশ থেকে দিবস ভরি।
ঝড়ছে কেবল শ্রাবন বলে তায়।
ভিঁজে ভিঁজে সংগোপনে, তারে পাওয়া দায়।
সেকি মানে নাকো ষড় ঋতু?
গোড়ামিতে হারিয়ে যেতো।
আপনলয়ে আপনারে হারায়।

শ্রাবনের বর্ষনে নিজেরে কেন ফিরায়?
আহা মধুমাখা বৃষ্টির সুরে,
খুঁজে ফিরি বন্ধুয়ারে, অপরূপা এই বাংলায়!
আমি পুকুর জলে, বৃষ্টির তালে।
নৌকু ছাড়ি আপন ছলে।
তবু যদি তার মন মাতায়।
অপরূপা এই বাংলায়।
আমার সাঁতার ক্ষনে, বৃষ্টির সনে।
শ্রাবন রইলো আপন মনে।
বিমুগ্ধ সে হাত দুটো বাড়ায়,
অপরূপা এই বাংলায়!
আকাশটাকে কে ছুঁয়েছে?
শ্রাবনের সুর কে লয়েছে?
কোন সুরে কে মাতাল হয়ে যায়,
শ্রাবনের এই বাংলায়!

Leave a Reply