মুন্সীগঞ্জে আদালতের বাইরে বিচার প্রার্থীর উপর সন্ত্রাসী হামলা

মোজাম্মেল হোসেন সজল : মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বাইরে রাস্তার উপর মো: নুরু শেখ (৪৮) নামের এক বিচার প্রার্থীর উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কোর্ট সংলগ্ন সিএনজি স্টান্ডে এ ঘটনা ঘটে।

জানাগেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে প্রতিপক্ষের নামে মামলা করার জন্য আদালতে আসেন নুরু শেখ । আদালতের বাইরে নাস্তা খাওয়ার জন্য সিএনজি স্ট্যান্ড সংগ্লগ্ন একটি হোটেলে যান তিনি। এ সময় নুরু শেখের ভাতিজা টঙ্গিবাড়ী উপজেলার হাটবালিগাঁও গ্রামের সোহরাওয়ার্দী শেখের ছেলে সবুজ শেখ ও তার মামা আলীসহ ৪-৫ জনের একটি সন্ত্রাসী দল নুরুকে এসেই মারধর শুরু করে । তাকে টেনে হিঁচড়ে হোটেল হতে বের করে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। নুরু শেখ ধ্বস্তাধ্বস্তি করে স্থাণীয়দের সহয়তায় সিএনজি থেকে নেমে পড়ে । এ সময় ভাড়াটে সন্ত্রাসীরা তাকে ছাতা দিয়ে পিটিয়ে কিল, ঘুষি মেরে আহত করে। এ ঘটনায় নুরু শেখ বাদী হয়ে সবুজ শেখ ও আলীসহ অজ্ঞাতনামা ২ জনকে আসামী করে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেন।

সন্ত্রাসী হামলা শিকার মো.নুরু শেখ জানান, আমার আপন ভাই এবং ভাতিজার সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে । গত শনিবার তারা আমার ও আমার পরিবারের উপর ২ দফা সন্ত্রাসী হামলা চালিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। বৃহস্পতিবার সকালে আমি আমার আইনজীবীর কাছে নতুন করে মামলা করতে আসি। মামলা করার সকল প্রস্তুতি সম্পন্ন করে সকালের নাস্তা খেতে আদালতের বাইরে একটি হোটেলে যাই। এ সময় সবুজ শেখ ও আলীসহ ৪-৫ জন সন্ত্রাসী গ্রুপ আমাকে টেনে হিচড়ে মারতে মারতে সিএনজি স্ট্যান্ডে নিয়ে আসে এবং আমাকে সিএনজি যোগে তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায় । আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি । নুরু টঙ্গিবাড়ী উপজেলার হাটবালিগাঁও গ্রামের মৃত মোহাম্মদ আলি সেখের ছেলে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ব্রেকিং নিউজ

Leave a Reply