মুন্সীগঞ্জে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ফেস্টুন ভাংচুর-তছনছ

রাজীব হোসেন বাবু: জেলার টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে মুন্সীগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের অসংখ্য ফেস্টুন ভাংচুর ও তছনছ করেছে দুস্কৃতকারীরা।


জানা গেছে- শনিবার দিবাগত রাতের আঁধারে টঙ্গীবাড়ি উপজেলার মটুকপুর, ধীপুর, বাড়ৈপাড়া, মাঝি বাড়ি, আমতলী, মাড়িয়ালয়-প্রভৃতি এলাকায় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের অসংখ্য ফেস্টুন ভাংচুর ও তছনছ করে দুস্কৃতকারীরা।



এ ঘটনায় রবিবার সন্ধ্যায় টঙ্গীবাড়ি উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন টঙ্গীবাড়ি থানায় একটি জিডি এন্ট্রি করেছেন। দায়েরকৃত জিডির নাম্বার-১১৫০।

Leave a Reply