মুন্সিগঞ্জে ধলেশ্বরীতে নিখোঁজ হওয়া বৃদ্ধা সহিনা খাতুনের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১১টার দিকে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
সহিনা লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার চরবংশি গ্রামের মৃত জামাল মোল্লার স্ত্রী। তিনি মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকায় মো. মামুনের বাড়ির ভাড়াটিয়া। লঞ্চঘাট এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন তিনি। এর আগে গত শনিবার মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পড়ে নিখোঁজ হন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম জানান, আজ সকালে লঞ্চঘাট এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ দেখে উদ্ধার করা হয়। লাশটি মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন
Leave a Reply