রাজধানীতে ২ শিক্ষার্থী বাস চাপায় মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিরাজদিখানে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় বিক্রমপুর আদর্শ ডিগ্রি কলেজ ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
এ সময় কুচিয়ামোড়া থেকে দুই দিকে ২ কি.মি. যানজটের সৃষ্টি হয়। এ সময় ভোগান্তিতে পরে এ রুটের হাজারো যাত্রী।
স্কুল কমিটির সভাপতি ও কেয়াইন ইউপি চেয়ারম্যান বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা অবরোধ উঠিয়ে নেয়।
আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী শেখ জানান, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার খবর পেয়ে তাদের সাথে কথা বললে তারা অবরোধ উঠিয়ে নেয়। কিছুটা সময় যানযটের সৃষ্টি হলেও দুপুর সাড়ে ১২ টার পর থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিডিমর্নিং
Leave a Reply