মুন্সীগঞ্জে ট্রাফিক পুলিশ সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৫ আগস্ট) সদর উপজেলার বাংলাদেশ ৫ম চীনমৈত্রী সেতুর ঢালে বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম ট্রাফিক পুলিশ সপ্তাহের কার্যক্রম উদ্ভোধন করেন।
রবিবার ৫ ই আগস্ট থেকে ১১ ই আগস্ট পর্যন্ত পুলিশ সপ্তাহের কার্যক্রম চলবে। এ সময় পুলিশের মুন্সীগঞ্জ সদর সার্কেল আশফাকু জামান, মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন, টি আই কাউসার হোসেন। বিভিন্ন যানবাহনের কাগজ পত্র ও ড্রাইভিং লাইসেন্স পরিক্ষা করা হয়। যাদের গাড়ীর কাগজপত্র ঠিক ছিল তাদের পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী লাইসেন্সবিহীন, রুট পারমিটবিহীন, ফিটনেসবিহীন, হেলমেটবিহীন চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাই সকলের প্রতি অনুরোধ রইল সঠিক কাগজপত্র নিয়ে যান চালানোর জন্য রাস্তায় বের হন।
বিডি২৪লাইভ/
Leave a Reply