মুন্সীগঞ্জে ফেন্সিডিলসহ আটক ৩

মুন্সীগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার দশকানি এলাকার বিটু মটরস এন্ড অটোমোবাইল ওয়ার্কসপ এর সামন হতে তাদের আটক করা হয়।

মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ওসি মো: ইউনুস এর নেতৃত্বে সোমবার রাত সাড়ে ১১টার দিকে মাদক উদ্ধারের এক বিশেষ অভিযান চালায় সদর উপজেলার দশকানি এলাকায়। এ সময় বিটু মটরস এন্ড অটোমোবাইল ওয়ার্কসপ এর সামন হতে ভিটিহোগলা গ্রামের মো: আব্দুস ছালাম বেপারীর পুত্র বিটু বেপারী (৪১), ভট্টাচার্যেরভাগ গ্রামের আলম বেপারীর মো: শুভ (১৯) এবং দশকানি এলাকার মো: বাছেদ খানের পুত্র মো: বাদন খান (১৮)-কে আটক করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে ৩৪ বোতল নিষিদ্ধ ভারতীয় ডেনসিডিল জব্দ করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার কওে ডিবির ওসি মো. ইউনুচ জানিয়েছেন, আটকৃদেরও বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

জনকন্ঠ

Leave a Reply