সকল দ্বন্ধ মিঠে যেয়ে,
বিদ্যাপিঠে ছেলে মেয়ে।
এমনটা যদি হয়।
সব সমস্যার সমাধানটায়,
কোন বাধা নয়।
দেশটাকে যে ভালোবেসে,
কল্যান পথে প্রথম এসে।
অগ্রভাগে রয়।
সোনার বাংলা গড়তে যে আর,
কেউ পিছুতে নয়।
সুন্দর এই দেশটা যদি
মহা সুন্দর লাগে।
সুখের হাসি, মহা হাসি,
মুক্তিযোদ্ধারা হাসবে আগে।
রক্ত ঢেলে পাওয়া, জীবন বাজি দেওয়া – তবে,
স্বাধীন পতাকা উড়ে।
সব সুন্দরে সেজেছে দেশ,
উঠে দেখি যদি সোনালী ভোরে।
Leave a Reply