শীতলক্ষ্যার জাহাজে খালাসির মৃত্যু

মুন্সীগঞ্জে চরমুক্তারপুরের কাছে শীতলক্ষ্যা জাহাজে খালাসির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম আলমগীর হোসেন (৪৫)। মঙ্গলবার সকাল ৯টার দিকে উক্ত স্থানে এমভি কাফেলা-২ নামের জাহাজটি নোঙ্গর করার সময় ১৫ ফুট নিচে ডেকে পড়ে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।

মুক্তারপুর নৌফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবুল হাসিম জানান, জাহাজটি চট্টগ্রাম থেকে সিরামিকের মাটি নিয়ে নারায়ণগঞ্জ জেটিতে খালাস করে। ফেরার পথে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমুক্তপুরের শাহ্ সিমেন্ট ফ্যাক্টরীর কাছে নোঙ্গর করে পরিস্কার করছিল। এই সময় জাহাজের ছাদের হেসকভার লাগানোর সময় তিনি নিচের গর্তে ডেকে পড়ে যায়। গর্তে মালামাল না থাকায় তলদেশের লোহার সঙ্গে আঘাত পেয়ে মারাত্মক রক্তাক্ত জখম হয়ে মারা যান।

আলমগীর চট্টগ্রামের জোড়ারগঞ্জ উপজেলার সাহেবদীনগর গ্রামের মৃত বদিউল আলমের পুত্র। এই ঘটনায় মুন্সীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। এই প্রতিবেদন লেখার সময় (বিকাল ৪টা) লাশটি মাঝ নদীতে নোঙ্গর করা জাহাজেই ছিল।

ইত্তেফাক

Leave a Reply