সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

মোজাম্মেল হোসেন সজল: নিরাপদ সড়ক আন্দোলনে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন সংবাদকর্মীরা মুন্সীগঞ্জ সুপার মার্কেট সংগ্লগ্ন অঙ্কুরিত ৭১ মুক্তিযোদ্ধা ভাস্কর্য চত্বরে শনিবার বেলা ১১টা টায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

এ সময় সংবাদকর্মিরা নিরাপদ সড়ক আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার সংবাদকর্মিদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এছাড়াও এ পর্যন্ত নির্যাতনের শিকার সকল সাংবাদিকদের ক্ষতিপূরণসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা।মানববন্ধন আয়োজক কমিটির আহবায়ব মো. জাফর মিয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক শহীদ-ই-হাসান তুহিন, গোলজার হোসেন, শেখ মো. রতন, ব.ম শামীম, কবি ও সাংবাদিক অনু ইসলাম, রাজিবুল হাসান জুয়েল, সামসুল হুদা হিটু, সংগঠনটির সদস্য সচিব হোসনে হাসানুল কবির, এম এম রহমান, স্বাক্ষর কুমার দাস, সাইফুল ইসলাম কামাল, আরাফাত রাহায়ন সাকিব, আপন সর্দার, রিয়াদ হোসাইন, কান্ত দাস, শাহাদাত হোসেন পাপ্পু, মো. সুজনসহ বিভিন্ন অনলাইনে কর্মরত জেলার সংবাদকর্মিরা।

ব্রেকিং নিউজ

Leave a Reply