নাছির উদ্দিন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের আয়োজনে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী ও আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক গেলাম সারোয়ার কবীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ্এ্যাড. আবুল কাশেম।
উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, উপজেলা আওয়ামীলীগ সাথারণ সম্পাদক এসএম সোহরাব হোাসেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি রফিকুজ্জামান অরুন চৌধুরী।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুর সঞ্চালনায় অরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউপি চেয়ারম্যন গাজী আলাউদ্দিন, জেলা ছাত্রলীগ সাবেক সাবেক সভাপতি এ্যাড. আবু সাঈদ, জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল প্রমুখ। #
Leave a Reply