হত্যা ও অস্ত্র মামলার আসাসি বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে হত্যা ও অস্ত্র মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী আসামী নূর মোহাম্মদকে(৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। নূর মোহাম্মদ দেওয়ান বাজার এলাকার রহিম শেখের ছেলে। সদর থানায় ২টি হত্যা ও একটি অস্ত্র মামলা রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাত ১১ টার দিকে রতনপুরের দেওয়ানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় গ্রেফতারকালে পালানোর চেষ্টাকালে পিটুনিতে আহত হয় নূর মোহাম্মদ।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার থেকে ১৪পিস ইয়াবা ও বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। সে দুইটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলার আসামি। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরে করা হয়েছে। এলাকাবাসীর পিটুনিতে আহত নূর মোহাম্মদকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সোনালীনিউজ

Leave a Reply