কোরবানী – জসীম উদ্দীন দেওয়ান

কিনেছো গরু, মানুষ না হয়ে পুরো।
আল্লাহকে করতে কি রাজি?
ও এনেছে বড়, ছোট কেন কিনি?
এম্নি ধরে যতো বাজি।
ইব্রাহিমের ন্যায়, আত্মা করে ব্যায়,
শুদ্ধি মনে খোদাকে চাই।
তুমি খুশি মোর, ত্যাগ দেখো দয়াল,
এমন বলার সাহস কারো নাই।
পশুর দড়ি ধরি, মোটা – তাজার বড়াই করি,
আমারটা এতো লাখ টাকা।
কেউ দেখেনা হায়রে! এতো বড় পশু মোর,
পথটা কেন ফাঁকা!
বাহবা দিবে সবে,

ঘুরে এলাম দূর ভবে।
আঁকা- বাঁকা পথ মারি,
এতো টাকার কিনে গরু,
দেখলোনা পাঁচ গ্রামবাসী পুরো,
চুপেই এলাম অভাগা বাড়ি।
খোদার প্রেমে, ব্যায় হয়না ওরে,
সমাজ সম্মানে সবে মাতি।
বুঝতে শিখো ওহে মুসলিম,
ইব্রাহিমের মোরা জাতি।
প্রেমে মগ্নে, আল্লার খুশিতে,
নিজের পুত্র বেধে, ধর্মের রশিতে,
কোরবানী আল্লাহর তরে।
লোক দেখানো স্বভাব, সরে জ্ঞানের অভাব।
খোদা প্রেম আসুক, ঘরে -ঘরে।

Leave a Reply