চা পান করে ১৩ গরু ব্যবসায়ী অজ্ঞান, আটক ১

অজ্ঞান পার্টির শিকার হয়ে অসুস্থ গরু ব্যবসায়ীরা চিকিৎসাধীন
মুন্সীগঞ্জে চা পান করে ১৩ গরু ব্যবসায়ী অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরের বিসিক হাটের পাশে চায়ের দোকানে রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। গরু ব্যবসায়ীরা চা পান করার পর একে একে অজ্ঞান হয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

অজ্ঞান হওয়া গরু ব্যবসায়ীরা হলেন, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার হাকানিয়া গ্রামের আব্দুল আজিজ বিশ্বাস,চান মিয়া,হরিপদ দাস,মো.উজ্জল,তমছির আলী,বাবুল বিশ্বাস,রিজ্জাক,মো. কাজল,মো. সালাম,মো. মজিদ,বাদল। বাকি দুইজনের নাম জানা যায়নি। অজ্ঞান হওয়া গরু ব্যবসায়ীরা সবাই মানিকঞ্জ থেকে ৩৭টি গরু নিয়ে সোমবার বিকেলে মুন্সীগঞ্জ সদরে মুক্তারপুর বিসিক হাটে আসে।

হাসপাতালে চিকিৎসাধীন গরু ব্যবসায়ীরা
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মুহাম্মদ মুরাদ হোসেন জানান, ১৩ জনের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। বাকী ১১ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে খাদ্য দ্রব্যের সঙ্গে নেশা জাতীয় কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ‘১৩ গরু ব্যবসায়ী অজ্ঞান হয়ে গেলেও তাদের টাকাসহ কোনও কিছু খোয়া যায়নি। রাত ২টার সময় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। চা দোকানদারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে, চা দোকানদারের জামাতা পলাতক আছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।’

বাংলা ট্রিবিউন

Leave a Reply