পদ্মায় বৈরী আবহাওয়ায় বিঘ্ন ঘটছে শিমুলিয়া – কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল। শিমুলিয়া ঘাটে যানবাহনের সারি

জসীম উদ্দীন দেওয়ান : পদ্মায় নাব্য সংকটের সাথে যোগ হয়েছে প্রচন্ড স্রোত ও ঢেউ। ফলে শিমুলিয়া – কাঁঠালবাড়ি নৌ রুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। যার কারণে ঈদ যাত্রায় শেষ দিনে পারাপারের অপেক্ষায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে সারি বেধেছে ছয় শতাধিক বাস ও ব্যক্তিগত পরিবহণ। যে গুলোর অধিকাংশই পারের জন্য ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছে।

বি আই ডব্লিউ টিসির শিমুলিয়া ঘাট উপ- মহা পরিচালক শাহ খালেদ নেওয়াজ জানান, নাব্য সংকটে একেতো রো রো ফেরি চলাচল বন্ধ। তার ওপর গতকাল সোমবার থেকে নদীতে বৈরী আবহাওয়ায় স্বাভাবিক গতিতে ফেরি গন্তব্যে পৌঁছাতে না পারায়। ঘাটে যানবাহনের জট বেধেছে। ঈদ যাত্রার শেষ দিকে এই ঘাটে যানবাহন ও মানুষের ঢল নেমেছে। নদী স্বাভাবিক থাকলে ঘাটে কোন যানজট থাকতোনা বলেও জানান তিনি।

Leave a Reply