শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

জসীম উদ্দীন দেওয়ান: দক্ষিণ -পশ্চিাঞ্চলের ২১ জেলার মানুষের প্রবেশ দ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে বাড়ছে মানুষের চাপ। সোমবার সকাল থেকে ব্যক্তিগত গাড়ির সাথে বাড়তে থাকে যাত্রীবাহী বাস। তবে সরাসরি সার্ভিসের গাড়ি ব্যবহার না করে যাত্রীরা লোকাল বাসে এসে লঞ্চ ও স্পীডবোটে পাড়ি দিচ্ছে পদ্মা নদী। ফলে যাত্রী চাপ বাড়ছে লঞ্চ ও স্পীডবোটে।

এদিকে অন্যকোন বাহনে বাড়া না বাড়লেও গেল বারের মতো এবারো ১৩০ টাকার স্থলে ১৮০ টাকা যাত্রী প্রতি স্পীডবোটের ভাড়া নির্ধারন করে দেন জেলা প্রশাসন। এই সুযোগে ঘাট কর্তৃপক্ষ জন প্রতি দুইশ বা তারও বেশি ভাড়া আদায় করছে বলে যাত্রীদের অভিযোগ রয়েছে। অন্য দিকে লৌহজং টার্নিং পয়েন্টে পুরোপুরি নাব্য ফিরে না আসায় রো রো ফেরি ছাড়াই বাকি ১৬ টা ফেরি দিয়ে যানবাহন পাড় করছেন বি আই ডব্লিউ টিসি

Leave a Reply