মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছামতির নদীর পাড়ে যতদূর দৃষ্টি যায়, দেখা যায় শুধুই করলার আবাদ। মুন্সীগঞ্জের বিখ্যাত আলুর পরই এই সবজির স্থান।
বিস্তীর্ণ বালুকাময় জমিতে শুধু করলা আর চাষির হাসি। করলা চাষাবাদে এ অঞ্চলের শত শত কিষান-কিষানির ভাগ্যের পরিবর্তন ঘটেছে এবার। তিত করলায় মধুর হয়েছে তাদের জীবন।
করলার ব্যাপক ফলন হওয়ায় চাষিরা এবার বেশ লাভবান হয়েছেন। উৎসবমুখর পরিবেশে এখন করলা তোলার ধুম পড়েছে এখানে। অনেক চাষি করলা চাষ করে এবার লাখপতি হওয়ার স্বপ্ন দেখছেন। কেবল করলা চাষ করে কৃষিতে সফল হওয়ার এ রকম চিত্র দুর্লভই বটে।
ইছামতি নদীর পাড়ে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বেতকা ও সিরাজদীখান উপজেলার চরছটফটিয়া গ্রামজুড়ে করলা চাষের এ সাফল্যগাথার চিত্র ফুটে উঠেছে। করলার গ্রামে পরিণত হয়েছে বেতকা ও চরছটফটিয়াসহ কয়েকটি গ্রাম।
মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিফতরের উপপরিচালক হুমায়ুন কবির জানান, উপজেলার কয়েকটি গ্রামে এবার পাঁচ হাজার হেক্টর জমিতে করলার আবাদ হয়েছে। স্থানীয় চাষিরা জানান, এক কানি জমিতে করলা আবাদ করে এবার একেকজন কমপক্ষে পৌনে এক লাখ টাকা লাভ পাচ্ছেন। এবার করলার দাম ভালো, ফলনও বেশি। তাই যেসব চাষি দুই থেকে তিন কানি জমিতে করলা আবাদ করেছেন, সেসব চাষির ভাগ্য বদলে গেছে।
উপপরিচালক আরও জানান, এবার পাইকারি বাজারে কেজিতে ২৫ থেকে ৩৪ টাকা দরে করলা বিক্রি হচ্ছে। আর বাজারে খুচরা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। সব খরচ মিলিয়ে এক কানি জমিতে করলা আবাদে চাষির ৩০-৩২ হাজার টাকা খরচ হয়েছে। অর্থাৎ এক কানিতেই চাষির হাতে মুনাফা থাকছে প্রায় ৭০ হাজার টাকার মতো।
যেভাবে করলার আবাদ হয়
এখানকার চাষিরা বালুকা জমিতে আলু ও করলার সমন্বয়ে দুই ফসলি আবাদ করে থাকেন। আলুর চারা কিছুটা বড় হওয়ার পর ওই জমিতেই করলার চারা রোপণ করা হয়। পাশাপাশি জমিতে আলু-করলা এক সঙ্গে বেড়ে ওঠে। স্থানীয় চাষি বশির খাঁ জানান, আলু আগে আবাদ করায় আগেই তা উত্তোলন করা হয়। আলু উত্তোলন শেষে করলা চারার যত্ন নিতে থাকেন চাষিরা। এক পর্যায়ে করলার চারায় আসে ফুল। নিজের সন্তানের মতোই করলা চারার যত্নে মনোযোগ দেন চাষিরা মার্চ-এপ্রিল দু’মাসজুড়ে।
সরেজমিনে দেখা গেছে, চাষিরা করলা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এখন। একদিকে জমি থেকে করলা তোলা, অন্যদিকে উত্তোলনকৃত করলার বাজারজাতকরণ। এখন দম ফেলার ফুরসত নেই চাষিদের।
জমজমাট করলার হাট
এখানকার করলা চাষিদের তাদের উৎপাদিত করলার বাজারজাতকরণের ভাবনায় দুশ্চিন্তায় পড়তে হয় না। কেননা তারা নিজ গ্রামেই গড়ে তুলেছেন করলার হাট। ঢাকা-বেতকা-তেঘরিয়া সড়কের পাশে প্রতিদিন বসছে এই করলার হাট। এখানে পণ্য বোঝাই ও যাতায়াতের জন্য রয়েছে সব ধরনের সুযোগ-সুবিধা।
সড়কপথ ছাড়াও ইছামতি নদী হয়ে ঢাকার বুড়িগঙ্গা ও নারায়ণগঞ্জের শীতলক্ষ্যাবক্ষে গমন খুবই অল্প সময়ে সম্ভব এখান থেকে। তাই ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন সবজি বাজারের পাইকাররা এখন হুমড়ি খেয়ে পড়েছেন করলা কেনায়। এখানকার উৎপাদিত করলা কিনতে প্রতিদিন এ হাটে আসেন শতাধিক পাইকার। তারা করলা কিনে ট্রাকযোগে মুন্সীগঞ্জের বিভিন্ন হাট-বাজারসহ রাজধানীতে বেশ ভালো দামে বিক্রি করেন।
করলা চাষি আবুল মিয়া জানান, এ হাটে প্রতিদিন বিকালে পাইকারি করলা বিক্রি করে থাকেন তারা।
করলা চাষ করে লাখপতি
এবার দুই থেকে চার কানি জমিতে করলা আবাদ করেছেন চরছটফটিয়া গ্রামের চাষি আলমগীর। তিনি জানান, মাত্র ৫০ হাজার টাকা খরচ হয়েছে তার করলা আবাদে। এখন সেই করলা বিক্রি করে পাবেন প্রায় দুই লাখ টাকা। তার মতোই চরছটফটিয়া গ্রামের চাষি মিয়া মো. মোল্লা, আবুল খাঁসহ আরও অনেকে করলা চাষ করে লাখপতি বনে যাচ্ছেন বলে আলমগীর দাবি করেন। মূলত এবারের আবহাওয়া করলা চাষের অনুকূলে; তাই ফলন ভালো হয়েছে।
শেখ মোহাম্মদ রতন
শেয়ার বিজ
Leave a Reply