গজারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৭০ আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার আনারপুরা ও বালুয়াকান্দি এলাকায় বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে সময়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ঢাকাগামী দুটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিশু নারীসহ কমপক্ষে ৭০ জন যাত্রী আহত হয়েছে। এ সময় মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আহত যাত্রী, পুলিশ ও স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস (নম্বর ঢাকা মেট্রো ব ১৪-০১৪৪) বালুয়াকান্দি এলাকায় মহাসড়ক পারাপারের সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ৫০ জন যাত্রী আহত হয়।

অপরদিকে নোয়াখালীর রামগতি থেকে একুশে পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা এলাকা অতিক্রমের সময় একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষে চালকসহ ২০ জন আহত হয়েছে।

একুশে পরিবহনের আহত যাত্রী তোফায়েল আহম্মেদ, মো. আবু তাহের ও মর্জিনা খানম ক্ষোভ প্রকাশ করে জানান, একুশে পরিবহনের চালককে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে একাধিকবার বারণ করা হলেও যাত্রীদের কথার কোন গুরুত্ব না দিয়ে সে দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এমন দুর্ঘটনার শিকার হতে হয়েছে তাদের।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন, আহত যাত্রীদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি ও বালু ভর্তি ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রাকিবুল আরিফ জানান, গুরুতর আহত সুফিয়া বেগম (৩০), ফয়েজ আহম্মেদ (৩২) ও আনিছুর রহমানকে (৫২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অবজারভার

Leave a Reply