লৌহজংয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অ্যাটর্নি জেনারেল

এবার এসএসসি পরীক্ষার ফলাফলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় হাড়িদিয়া উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় ৫ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকদের সঙ্গে শনিবার দুপুরে মতবিনিময় করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি এসএসসি পরীক্ষায় ১৪০ শিক্ষার্থীর মধ্যে ১৩৯ জন কৃতকার্য হওয়ায় অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এ সময় হাড়িদিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, লেখাপড়ার বিকল্প নেই। শিক্ষা মানুষকে আলোকিত করে। শিক্ষা ছাড়া জাতির উন্নতি ও সমৃদ্ধি অসম্ভব। তাই জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে নানা উদ্যোগ নিয়েছেন। আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশের মুখ উজ্জ্বল করবে।

এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল ওয়াদুদ খান, মুক্তিযোদ্ধা বাবুল মুন্সী, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি কাজী মুস্তাফিজুর রহমান বাবুল, প্রিন্স হাওলাদার, সিরাজ ব্যাপারি প্রমুখ।

পরে বিকেলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম লৌহজং উপজেলার মৌছামান্দ্রা গ্রামের পৈতৃক বাড়িতে মরহুম পিতা-মাতার জন্য দোয়া মাহফিলে উপস্থিত হয়ে প্রার্থনা করেন।

সমকাল

Leave a Reply