তব ভবো মন – জসীম উদ্দীন দেওয়ান

তবুও জনম গেলো বুঝি, কেহ পেলো খুঁজি।
কেহ নাহি তারে কাছে পায়,
যেবা হৃদয়ে রেখে দিয়ে, গোপনেই তাহারে হারায়।
যেবা স্বপ্ন গিড়িতে, ভালো লাগার সিঁড়িতে,
আপন মনে সুখেতে, হৃদয় নদীতে তরী বেয়ে যায়।
সেকি অজানা পথ জানতে, ব্যাথা যতো আনতে,
দূর্গম পথে পাড়ি জমায়!
যে আকাশটা ছেদ করে, অমানিশা ভেদ করে,
সুখ তারা হাতে পেতে চায়।
সেকি দুরে থাকা পথিকরে, ডেকে নিতে কাছেতে,
দাবি নিয়ে হাত দুটো বাড়ায়।

যেবা গহিনও পথ ধরে, অমতের মতটারে
সেকি সুখের এক আঙ্গিনায়,
জোয়ার নদীর ডিঙ্গি নায়,
দুজনার মিলন ভেলা ভাসায়।
তব ওহে ভবো মনে, আপন মনা কাছে টেনে,
দুর পথের পথিকরে সে চায়।

Leave a Reply