বাল্যবিবাহ বিরোধী নাটক “জয়তি” এর সি.ডি উম্মোচন

চেতনায় একাত্তরঃ চেতনায় একাত্তর নির্মিত বীরমুক্তিযোদ্ধা কামালউদ্দিন আহাম্মেদ রচিত ও জাকির ছিদ্দিকী পরিচালিত বাল্যবিবাহ বিরোধী নাটক “জয়তি” এর সি.ডি উম্মোচন উপলক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ সেলিম সহ বিশিষ্টজনের মাঝে নাটকটির সি.ডি প্রদান করা হয়।

জয়তি নাটকটি মুন্সিগঞ্জজেলাধীন প্রতিটি উপজেলায় প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী সোমবার নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও মা সমাবেশের মাধ্যমে জয়তি নাটকটি প্রদর্শনের ব্যকস্থা নেওয়া হয়েছে, মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন বিদ্যালয় ও কলেজ পয্যায় প্রদশর্নের ব্যবস্থা নেওয়া হবে।

তাছাড়া কোন প্রতিষ্ঠান নাটকটি প্রদর্শন ও বাল্যবিবাহের উপর সেমিনার করার আগ্রহ প্রকাশ করিলে তাদেরকে চেতনায় একাত্তরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

চেতনায় একাত্তর সম্পাদক আরো জানান অচিরেই মাদক ও সন্ত্রাস বিরোধী টেলিফিল্ম ~ফিরে আয় খোকা ~এর নির্মান কাজ শুরু হবে।

Leave a Reply