বৈরী আবহাওয়ায় শিমুলিয়া – কাঁঠালবাড়ি নৌ রুটের লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ

জসীম উদ্দীন দেওয়ান: পদ্মায় উত্তাল ঢেউ ও তীব্র সোতের কারণে বন্ধ রয়েছে শিমুলিয়া – কাঁঠালবাড়ি নৌ রুটের লঞ্চ ও স্পীডবোট চলাচল। বি আই ডব্লিউ টি এর শিমুলিয়া ঘাটের উপ পরিচালক আলী আজগর জানান,বৃহস্পতিবার সকালে এই রুটে লঞ্চ ও স্পীডবোট চলাচল শুরু হলেও বৈরী আবহাওয়ার কারণে নদীর চিত্র পাল্টে যায়। তীব্র গতির স্রোত ও প্রচন্ড ঢেউয়ে সকল প্রকার ঝুঁকি এড়াতে সকাল সাড়ে নয়টার দিকে লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়। আবহাওয়া অনুকূলে এলে পরে পুনরায় এ দুটি বাহন চালু করা হবে বলে জানান তিনি। এদিকে আবহাওয়া প্রতিকুলে থাকায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানান,বি আই ডব্লিউ টিসির ব্যবস্থাপক গিয়াস উদ্দীন পাটোয়ারী।

Leave a Reply