শ্রীনগরে বাসর ঘর থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

আরিফ হোসেনঃ শ্রীনগরে তৃতীয় বিয়ের দিন আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে বাসর ঘর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত ১০ টার দিকে শ্রীনগর উপজেলার জগন্নাথ পট্টি এলাকা থেকে ডাকাত আলেপ খান রনিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রণির বিরুদ্ধে মাদরীপুরের শিবচর, ঢাকার দোহার, মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় ও পদ্মা নদীতে নৌ ডাকাতির অভিযোগে ৫ টি ওয়ারেন্ট রয়েছে। সে জগন্নাথ পট্টি এলাকার আঃ রহিমের ছেলে। রবিবার দিন বিকালে সে একই গ্রামের ৪ সন্তানের জননী বিধবা দোলা বেগমকে রাঢ়িখাল ইউনিয়নের তিন দোকান কাজী অফিসে নিয়ে বিয়ে করে। স্থানীয়রা জানায় এটি রণির তৃতীয় বিয়ে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টার দিকে দোলা বেগমের বাড়ীতে রেড দিয়ে রণিকে বাসর ঘর থেকে গ্রেপ্তার করে।

শ্রীনগর থানার এসআই নাজমুল জানান, অনেকদিন ধরে পুলিশ রণিকে খুজছিল। সে এর আগেও ডাকাতি মামলায় শ্রীনগর থানায় গ্রেপ্তার হয়েছিল। সোমবার সকালে তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply