সিরাজদিখানে ১৬২ পিছ বিয়ারসহ শাকিল (৪৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। গতকাল ৯ সেপ্টেম্বর রোববার দিবাগত রাত আড়াই টার দিকে তার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার কাঠালতলী মুজাহিদপুর গ্রামের মৃত সোবাহান মৃধার পুত্র ও জৈনসার ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আড়াই টার দিকে যুবলীগ নেতা শাকিল এর বাড়ীতে তল্লাশীকালে তার ব্যবহৃত খাটের নিচ থেকে ১৬২ পিছ বিয়ার উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধৃত আসামীর ভাই রাসেল মৃধা পালিয়ে যায়।
সিরাজদিখান থানার এস.আই সারোয়ার হোসেন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড়ীর বসত ঘরের খাটের নিচ থেকে ১৬২ পিস বিদেশী বিয়ারসহ শাকিলকে আটক করা হয়।
আটক শাকিলসহ তার ভাই রাসেল মৃধা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় সিরাজদিখান থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং আসামীকে কোর্টে চালান দেওয়া হয়েছে ।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply