শ্রীনগরে দিনব্যাপী জেলা প্রশাসকের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন

শ্রীনগর উপজেলায় দিনব্যাপী জেলা প্রশাসক সায়লা ফারজানা উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শ্রীনগর সদর ইউনিয়ন ভূমি অফিস শুভ উদ্বোধন করেন।

পরে জেলা প্রশাসক শ্রীনগর সুফিয়া এ হাই খান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও শ্রীনগর থানা পরিদর্শন করেন। দুপুর ২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে নির্বাহী অফিসারের সভাপতিত্বে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) বিজিসিসি ও পিবিজি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফাজানা।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলজিএসপি-৩) ভারপ্রাপ্ত উপ পরিচালক এইচ.এম রকিব হায়দার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ সেলিম হোসেন খান, জেলা ডিএফ মোবাশ্বের হোসেন খন্দকার প্রমুখ। বিকাল ৩ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন মাধবী নামকরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও তিনি উপজেলা সমাজসেবা অধিদপ্তর আওতাধিন শ্রীনগর উপজেলার বেদে ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি’র চেক বিতরণ করেন।

বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা গুনগত মানোন্নয়ন শীর্ষক আলোচনা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফয়েজুল ইসলাম, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইউনুচ, জেলা শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, উপজেলা শিক্ষা অফিসার মোছা. জান্নাতুল ফেরদৌস, ইউপি চেয়ারম্যান হাজী মোকলেছুর রহমান, মো. নুরল ইসলাম, আলহাজ আজিজুল ইসলাম, মো. সোলায়মান খান, হাজী বাবুল হোসেন বাবু, ফিরোজ আল মামুন, হাজী নেছারউল্লাহ সুজন, মো. জাকির হোসেন, আজিম হোসেন খান, আব্দুল কাইয়ুম রতন, কাজী মনোয়ার হোসেন শাহাদাতসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

নিউজজি/

Leave a Reply