তিন দফা দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মঈনউদ্দিন সুমন: জেলার গজারিয়ায় ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১০টায় দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় জড়ো হয় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৩দফা যৌক্তিক দাবি আদায়ের লক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে প্রায় ১০কিলোমিটার যানজটের সৃষ্টি হয় ভোগান্তি পরে যাত্রীরা।

আন্দোলনরত শিক্ষর্থীরা জানান, গজারিয়া উপজেলার একমাত্র সড়ক হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। উপজেলার যে কোন স্থানসহ বিভিন্ন স্কুল, কলেজে যেতে হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়েই যেতে হয়। কিন্তু লেগুনা, সিএনজিসহ বিভিন্ন তিন চাকার যানবাহন বন্ধ করে দেয়ার পর থেকে তাদের চলাচলে অনেক সমস্যার সম্মূক্ষিন হতে হয়।

শিক্ষার্থীদের ৩দফা দাবিগুলো হলো-
১. দাউদকান্দি থেকে ভবেরচর আধুনিক অভ্যন্তরিন সার্ভিস চালু করতে হবে এবং নিরাপদ যাতায়াত ব্যবস্থা চালু করতে হবে।
২. যৌক্তিক ভাড়া ব্যবস্থা প্রবর্তন ও শিক্ষার্থীদের হাফপাস ভাড়ানীতি কার্যকর করতে হবে।
৩. লাইসেন্সহীন চালক এবং ফিটনেসহীন গাড়ী নিষিদ্ধ করতে হবে।

পরে বেলা ১১টায় দিকে উর্দত্বন কর্মকর্তার নিদেশে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ট্রাফিক (ইন্সপেক্টর) জহিরুল ইসলামে আশ্বাসে রাস্তা থেকে সরে যায় শিক্ষার্থীরা।

সোনালীনিউজ

Leave a Reply