মুন্সীগঞ্জের লৌহজংয়ে সবুজ শেখ (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে তাকে উপজেলার গাওদিয়া বাজারের কাছে রাস্তার উপরে কুপিয়ে আহত করা হয়। পরে শনিবার সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে গাওদিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের পুত্র।
এসব তথ্য দিয়ে লৌহজং থানার ওসি মো. লিয়াকত আলী জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সবুজকে কতিপয় সন্ত্রাসী গাওদিয়া বাজারের কাছে রাস্তার উপর ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিচিৎসার জন্য রেফার্ড করে। পরে শনিবার সে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি আরো জানান, নিহত সবুজ একজন চিহ্নিত মাদক বিক্রেতা ছিলেন। তার বিরুদ্ধে লৌহজং থানায় মাদকের মামলা রয়েছে।
তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখণও নিশ্চিত নয়। পুলিশ তা তদন্ত শুরু করেছে। শিঘ্যই জানা যাবে। লাশ এখনো ঢাকা থেকে এসে পৌছেনি। থানায় এখন মামলা হয়নি।
জনকন্ঠ
Leave a Reply