বাঙ্গালী জাতির হাজার বছরের শ্রেষ্ট সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বিশ্ব মানবতার নেত্রী,গনতন্ত্রের মানস কন্যা, সংবিদানের রক্ষক, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ দিনব্যাপি কর্মসূচী পালন করে।
বাদ জুম্মা শহর জামে মসজিদে শেখ হাসিনা দীর্ঘজীবন কামনা ও ৭৫এর ১৫ই আগষ্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের জন্য আত্মার মাগফেরাত কামনার্থে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুৎফর রহমানসহ জেলা, উপজেলা, শহর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপষ্ঠিত থাকেন।
বিকালে এক বিশাল মনোজ্ঞ রেলি জেলা আওয়ামী লীগ নেতা, মুন্সিগঞ্জ পৌরসভা মেয়র মোঃ ফয়সাল বিপ্লবের নেতৃত্বে শহর প্রদক্ষিন করে কাচারী প্রাঙ্গনে শেষ হয়, রেলি শেষে শেখ হাসিনার বর্ণীল কর্মময় জীবনের উপর জেলা, সদর উপজেলা, শহর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ,মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেয়।
শহর আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি,বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার আলহাজ্ব মোঃ মহিউদ্দিন উপষ্ঠিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে কারুকাজ মন্ডিত এক বিশাল কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠান সমুহে অংশ নেন জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক এড.সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন আহাম্মেদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহাম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আফসার উদ্দিন ভুইয়া, সাধারন সম্পাদক হাজি সামছুল কবির মাষ্টার, শহর আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ আলী , মোঃ নান্নু, জেলা যুবলীগ সভাপতি রাজিব, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক সামছুন্নাহার শিল্পীসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
Leave a Reply