সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় কাদামাটি খড়-কাঠ দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটছে শিল্পীদের। আগামী ১৫ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ মহোৎসব শুরু হবে। চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের উৎসব।
গতকাল শুক্রবার সরেজমিনে ঘুরে প্রতিমা শিল্পীদের ব্যস্ততার চিত্র দেখা গেছে। প্রতিমা শিল্পীদের নিপুণ আঁচড়ে তৈরি হচ্ছে এক একটি প্রতিমা। তৈরি করা হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, অসুর ও শিবের মূর্তি। কয়েকজন প্রতিমা শিল্পী জানান, প্রতিমা গড়া শেষ হলে রঙতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে অবয়ব। ফুটিয়ে তোলা হবে নাক-চোখ-মুখ। কেয়াইন ইউনিয়নের প্রতিমা শিল্পী গৌরঙ্গ পাল বলেন, প্রতিমা তৈরি করা অনেক কষ্টের। আর আগের মতো লাভ হয় না। তারপরও করতে হয়। আগামী সপ্তাহের মধ্যেই তৈরি করা দুর্গার প্রতিমাগুলোতে রঙ লাগিয়ে সুসজ্জিত করা হবে বলেও জানান তিনি।
সিরাজদীখান উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ দাস পোদ্দার জানান, ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে ১০৬টি মণ্ডপে পূজা অর্চনার আয়োজন করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১০টি বেশি। বালুচর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের লোক না থাকায় এখানে কোনো পূজামণ্ডপ নেই। এ বছর চিত্রকোট ইউনিয়নে ২২টি পূজামণ্ডপ, শেখরনগরে ১৬, রাজানগরে ১০, কেয়াইনে ১৩, বাসাইলে ৪, রশুনিয়ায় ৮, ইছাপুরায় ৩ জৈনসারে ৬, মধ্যপাড়ায় ৪, লতব্দীতে ৪, মালখানগরে ১০, বয়রাগাদীতে ৫ ও কোলা ইউনিয়নে একটি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
সিরাজদীখান থানার (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, এবার যে কোনো দুর্ঘটনা প্রতিহত করতে প্রতিমা তৈরি থেকে শুরু করে দেবী বিসর্জন পর্যন্ত স্বেচ্ছাসেবী টিমসহ সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারি থাকবে। প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা হয়েছে। বিভিন্ন পূজামণ্ডপে আনসার, পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং প্রতিটি পূজামণ্ডপে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও পুলিশের সার্বক্ষণিক টহল ব্যবস্থাও জোরদার করা হবে।
সমকাল
Leave a Reply