লৌহজংয়ে সড়ক দুর্ঘটনায় আহত ১০

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রবিবার (১৪ অক্টোবর) দুপুরে বেজগাও ইউনিয়নের আটিগাও গ্রামে এই ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এই তথ্য জানান।

ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি হওয়া পাঁচ জন হলো- আলম (২০), নসিমনের চালক রমজান (২৫), বাবু (১৮), সিরাজুল (৪৫) ও ফরহাদ খান উদয় (৮)।

আহত ফরহাদ খান উদয়ের বাবা ফরিদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিয়ে মাওয়া থেকে নয়াপাড়ায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে।’

নসিমনের চালক রমজান বলেন, ‘বিআরটিসি বাসটি আমার নসিমনকে চাপ দিয়েছে। তখন নসিমন উল্টে খাদে পড়ে যায়। যাত্রী ছিল ২০-২২ জন। আহত হয়েছে ১০ জন।বাসটি আটক করা হয়েছে।’

এসআই বাচ্চু মিয়া জানান, বিকাল পৌনে ৪টার দিকে বার্ন ইউনিটে পাঁচ জনকে ভর্তি করা হয়। তবে, সবাই আশঙ্কামুক্ত। বাকিরা স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছে।

আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, বেজগাও ইউনিয়ন চেয়ারম্যান হাজী আমির হোসেন তালুকদার বলেন, ‘সকাল ১১টার দিকে বেজগাওয়ের আটিগাও এলাকায় বিআরটিসি বাসের সঙ্গে একটি নসিমনের সংঘর্ষ ঘটে। এতে ৪-৫ জন সামান্য আহত হয় বলে শুনেছি। আহতদের কাউকে হাসপাতালে নিতে হয়েছে বলে শুনিনি।’

বাংলা ট্রিবিউন

Leave a Reply