দোকানে অগ্নিকান্ড, আগুন নেভানোর চেষ্টায় ছাত্রলীগ

মুন্সীগঞ্জ সদরের শিল্পাঞ্চল হিসেবে খ্যাত পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্যের বাগ গ্রামে একটি কাপড়ের গুদামে সোমবার (১৫ অক্টোবর) বিকাল ৪ টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এ সময় খবর পেয়ে আগুন নেভানোর জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ছুটে যায় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল।

এদিকে ছাত্রলীগ কর্মিদের আপ্রান চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পূর্বে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মিরা স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হন।

এ সময় উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে আগুনের তাপদাহে ছাত্রলীগের দুইজন কর্মী মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানা যায়। আহতরা হলেন মো: রুহুল ও মো: সিফাত।

পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল বলেন মানবতায় সব সময়ই ছাত্রলীগের অনন্য ভূমিকা রয়েছে। সকল ভালো কাজের শিরোনাম হতে চায় দেশরত্ন শেখ হাসিনার ছাত্রলীগ।

আলোকিত মুন্সীগঞ্জ

Leave a Reply