জব্দ করা হয়েছে এক লাখ মিটার কারেন্ট জাল ও দুইশ কেজি মা ইলিশ
জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে ২৭ জন জেলেকে আটক করেছে। এসময় দুইশ কেজি মা ইলিশসহ এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, নিষেধাজ্ঞা অমাণ্য করে নদী থেকে প্রতিদিনই জেলেরা মা ইলিশ ধরে নিয়ে যাচ্ছে। আর এর বিপরীতে তারা অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পদ্মার বিভিন্ন অঞ্চল থেকে ২৭ জন জেলেকে আটক করা হয় এবং সেই সঙ্গে জাল ও মা ইলিশ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত জেলেদের ১০ দিন করে সাজা প্রদান করে, জালগুলো আগুনে পুড়ে ফেলা হয় এবং বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় মাছ বিতরণ করে পুলিশ
Leave a Reply