পদ্মা সেতুর আরেকটি স্প্যান কুমারভোগের বিশেষায়িত ওয়ার্কশপে খালাস হয়েছে। সোমবার ১৫ অক্টোবর ৩বি নামে এই স্প্যানটি এখানে এসে পৌঁছে। এ নিয়ে ৩নং মডিউলের দুটি স্প্যান এখানে এসে পৌঁছেছে। এই মডিউলের অপর আরও চারটা স্প্যান শীঘ্রই কুমারভোগের বিশেষায়িত ওয়ার্কশপে এসে পৌঁছাবে। পদ্মা সেতুর দায়িত্বশীল প্রকৌশলীরা এ তথ্য নিশ্চিত করেছেন। পদ্মা সেতুর ৪২টি খুঁটিতে ৪১ স্প্যান বসবে। এ পর্যন্ত নদীতে ১৮১ পাইল বসছে আর ১২টা বটম সেকশন সম্পন্ন হয়েছে।
জনকন্ঠ
Leave a Reply