জেলেদের গুলিতে পুলিশের স্পিডবোট চালক আহত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে নৌ-পুলিশের টহলকালে জেলেদের গুলিতে পুলিশের স্পিডবোট চালক আল আমিন (২৮) আহত হয়েছেন। এছাড়া, মুন্সীগঞ্জ সদরের পদ্মা নদী থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল, ১৫ মণ ইলিশ জব্দ ও ৫ জেলেকে আটক করা হয়েছে।

শিমুলিয়া নৌ-পুলিশের পরিদর্শক মো. আরমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শিমুলিয়া থেকে স্পিডবোট নিয়ে নৌ-পুলিশের নিয়মিত টহল কাজ শুরু হয়। সকাল সোয়া ৮টার দিকে লৌহজংয়ের শামুরবাড়ি এলাকায় পুলিশের স্পিডবোটটি পৌঁছলে জেলেরা তাদের ওপর আক্রমণ চালায়। জেলেরা গুলি চালালে পুলিশও পাল্টা ২ রাউন্ড গুলিবর্ষণ করে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় শিমুলিয়া ফেরিঘাটের স্পিডবোট চালক আল আমিন আহত হন। তাকে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, তারা ভোর থেকে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়ার পদ্মা, মেঘনা নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় অভিযানে নামেন। এ সময় তারা ১ লাখ মিটার কারেন্ট জাল, ১৫ মণ ইলিশ জব্দ ও ৫ জেলেকে আটক করেন।

অবজারভার

Leave a Reply