সাদেক হোসেন মুকুল মৃধার ৩য় মৃত্যু বার্ষিকীতে স্মরন সভা

মিরকাদিম পৌরসভা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ
চেতনায় একাত্তর: মিরকাদিম পৌর আওয়ামী লীগের প্রয়াত সাধারন সম্পাদক সাদেক হোসেন মুকুল মৃধার ৩য় মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে মিরকাদিম পৌরসভা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নুরপুর পঞ্চায়েত মার্কেট, রিকাবী বাজার এক স্মরন সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আঃ বাছিত লাভলুর পরিচালনায় স্মরন সভার প্রধান অতিথি মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, বিশেষ অতিথি মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, জেলা কৃষক লীগ সভাপতি মো: মহসীন মাখন ,সাবেক জেলা আওয়ামী লীগ সদস্য হাজি সফিউদ্দিন, সাবেক সদর উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক ম.মনিরুজ্জামান শরীফ,পৌর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নাছির উদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাউন্সিলার আ: মজিদ।

আরো উপস্থিত থাকেন পৌর ও ওয়ার্ডসমুহের নেতৃবৃন্দ, পৌর সভার কাউন্সিলারবৃন্দ। স্মরন সভায় সাদেক হোসেন মুকুল মৃধার আত্বার মাগফেরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শহিদুল ইসলাম শাহীন সাদেক হোসেন মুকুল মৃধার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন আমি কসম খেয়ে বলছি আগামী জাতীয় নির্বাচনে মুন্সিগঞ্জ ০৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসাবে আমি স্বয়ং এবং আনিস ভাই, মৃনাল দা, ইদ্রিস সাহেব বুজিনা আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কণ্যা উন্নয়নের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দিবেন সেই নৌকার বিজয়ের লক্ষ্যে সর্বাত্তকভাবে কাজ করার অঙ্গিকার করছি, ইতিপুর্বে আওয়ামী লীগ নামধারী যারা শেখ হাসিনার সাথে বেইমানী করে নৌকার বিরুধীতা করেছে, বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের ছাড় দেওয়া হবে না, বার বার ঘুঘু তুমি ধানের পক্ষে চলে যাও এবার ঘুঘু তোমার রক্ষা নাই। জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামাউদ্দিন আহাম্মেদ বলেন মুকুল মৃধা ছিল আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা, সততা ও নিষ্টার সাথে দীর্ঘদিন পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক পদের দায়িত্ব পালন করেছেন হার্ডের দুটি ব্লক ও বাইপান সার্জারী এবং ডাক্তারের নিষেধও তাকে আওয়ামী লীগের দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারেনি, তাই তাকে অকালে প্রান হারাতে হয়, বঙ্গবন্ধু প্রেমিক এই সাদেক হোসেন মৃর্ধার মৃত্যু বার্ষিকীর অঙ্গিকার হোক আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর বিজয় অর্জনে আমরা সর্বাত্তক ত্যাগ স্বীকার করবো।

মুকুল মৃধার প্রতি শ্রদ্ধা জানিয়ে আরো বক্তব্য রাখেন মহসীন মাখন, হাজি সফিউদ্দিন, ম.মনিরুজ্জামান শরীফ, মোঃ নাছির উদ্দিন, আঃ মজিদসহ প্রমুখ নেত্রবৃন্দ।

Leave a Reply