নাছির উদ্দিন : সিরাজদিখানে শনিবার দুপুরে উপজেলার শেখরনগর ইউনিয়নের শ্রীনাথ ইনষ্টিটিউশন খেলার মাঠে গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ দিবস উপলক্ষে শোকর্যালি, কালোব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন আলোচনা সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালের ২৭ অক্টোবর সিরাজদিখানের শেখরনগর ইউনিয়নের কয়েকটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী এ এলাকার মানুষের উপর অতর্কিত হামলা করে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালায়। এই ঘটনায় শেখরনগর ইউনয়নের নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ২২ জন নিহত হয়। তাই এই দিনকে শেখরনগর ইউনিয়নবাসী গণহত্যা দিবস হিসেবে পালন করেন।
শিক্ষামন্ত্রানলয়ের অতিরিক্ত সচিব মো.তাহিয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন, আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচাল শেখ মো.আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনছার আলী হাদার, সিনিয়র শিক্ষক রবিউল আউয়াল, দেবব্রত সরকার টুটুল, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply