নাছির উদ্দিন : মুন্সীগঞ্জের সিরাজদিখানে একশত পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ। গতকাল ২৯ অক্টোবর সোমবার বিকাল ৪ টায় উপজেলার সিরাজদিখান গ্রামের সিরাজদিখান বাজার সংলগ্ন সরদারপাড়া নামকস্থান থেকে সিরাজদিখান থানার এসআই হিমেল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সের সহতায় তাকে আটক করতে সক্ষম হন। আটক মাদক স¤্রাট সিরাজদিখান (সরদারপাড়া) গ্রামের দ্বীন মোহাম্মদ সরদারের পুত্র মোঃ জাহাঙ্গীর সরদার (৪২)।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন জানান, আটক ব্যক্তির দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply