কক্সবাজারের টেকনাফে মো. শহীদুল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধের পেট থেকে ১ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করছে বিজিবি। বুধবার সকালে উপজেলার জাদিমোরা মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. শহীদুল্লাহ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেনদী গ্রামের মৃত ফজর আলী বেপারীর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে টেকনাফ ২ বিজিবির বিশেষ টহল দল কেওড়া বাগানে অভিযান চালায়। এ সময় মাটি খুঁড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। অভিযান শেষে ফেরার পথে জাদিমোরা মসজিদের সামনে শহিদুল্লাহকে চ্যালেঞ্জ করা মাত্র তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল ধাওয়া করে তাকে আটক করে। পরে তার পেটের ভেতর ইয়াবা আছে বলে তিনি স্বীকার করেন। এরপর তাকে ওষুধ খাইয়ে পেটের ভেতর থেকে ১ হাজার ৪শ পিস ইয়াবা বের করা হয়। যার মূল্য প্রায় ৭ লক্ষ ২০ হাজার টাকা। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে বিজিবি।
ইত্তেফাক/
Leave a Reply