দু’পক্ষের সংঘর্ষের আশঙ্কা: সোলারচর গ্রাম ৮ দিন ধরে থমথমে

আধিপত্য বজায় ও পুনরুদ্ধার নিয়ে মুন্সীগঞ্জের চরাঞ্চলের সোলারচর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির দু’পক্ষ মুখোমুখি অবস্থান করায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আট দিন ধরে সোলারচর গ্রামের উত্তর ও দক্ষিণ প্রান্তে দু’পক্ষই অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অবস্থানে থাকায় সংঘর্ষের আশঙ্কা করছে গ্রামবাসী।

বিরোধের জেরে দীর্ঘদিন ধরেই দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গ্রাম থেকে বিতাড়িত করার ঘটনা ঘটে চলছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর দু’পক্ষের মধ্যে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দাখিল করে প্রতিপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৩ আগস্ট সকালে শতাধিক বিএনপি নেতাকর্মী বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে চৈতারচর ও বকুলতলা গ্রামের দু’দিক থেকে সোলারচর গ্রামে হামলা চালায়। এতে আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মী গ্রাম থেকে বিতাড়িত হন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া বলেন, সোলারচর গ্রামের বিএনপি নেতা শাহেদ আলী মেম্বার, আলী হোসেন সরকার ও মজিবর গংয়ের নেতৃত্বে হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রামছাড়া করা হয়। ২৫ অক্টোবর নেতাকর্মীরা গ্রামে ফিরলে বিএনপি কর্মীরা ককটেলের বিস্টেম্ফারণ ঘটিয়ে উল্টো থানায় অভিযোগ দাখিল করে।

অন্যদিকে আধারা ইউনিয়নের ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, ২৫ অক্টোবর আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের লোকজনের ওপর হামলা চালালে সংঘর্ষ বাঁধে। এর নেপথ্যে আওয়ামী লীগ নেতা সুরল্ফম্নজ মিয়ার ইন্ধন রয়েছে।

সদর থানার এসআই সালাম মিয়া জানান, ঘটনাস্থলে গিয়ে ককটেল বিস্টেম্ফারণের আলামত পাওয়া গেছে। তবে সেখানে বাড়ি ভাংচুর ও গোলাগুলির সত্যতা পাওয়া যায়নি।

সমকাল

Leave a Reply