শ্রীনগরে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলা বাড়ৈখালী ইউনিয়ন পরিষদে প্রাঙ্গণে শ্রীনগর থানা প্রশাসনের উদ্যোগে এই ওপেন হাউস ডে সভার আয়োজন করা হয়।
মাদক বিরোধি সভায় প্রধান অতিথি হিসাবে সাধারণ মানুষের সমস্যা কথা শুনেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমা। প্রধান অতিথি মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের হুসিয়ার করে বলেন, মাদক একটি সামাজিক ব্যধি এ মাদক থেকে সমাজের সবাইকে বিরত থাকতে হবে। বর্তমান সরকার মাদকের বিষয়ে কঠিন আইন পাস করেছেন। তাই মাদকের বিষয়ে কোন রকম আপষ করা যাবে না।
মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে এলাকার সচেতন ব্যক্তিদের লক্ষ রাখতে হবে। এ ধরনের কোন প্রকার তথ্য থাকলে পুলিশকে অবগত করার জন্য অনুরোধ করেন। পুলিশের কাজে সহযোগিতা করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান কাজী মাকসুদা লিমা।
শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. ইউনুচ আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন মাষ্টার, বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সেলিম তালুকদার, মুক্তিযোদ্ধা নাজিম তালুকদার প্রমুথ। এ সময় ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজজি/
Leave a Reply